ミュージックビデオ
ミュージックビデオ
クレジット
PERFORMING ARTISTS
Sadi Mohammad
Performer
Shamima Alam Chinu
Performer
COMPOSITION & LYRICS
Bodrul Alam Bakul
Composer
Rabindranath Tagore
Songwriter
歌詞
আমার প্রাণের মানুষ আছে প্রাণে
তাই হেরি তায় সকল খানে
প্রাণের মানুষ আছে প্রাণে
তাই হেরি তায় সকল খানে
আছে সে নয়নতারায়
আছে সে নয়নতারায় আলোকধারায়, তাই না হারায়
ওগো তাই দেখি তায় যেথায় সেথায়
তাকাই আমি যে দিক-পানে
প্রাণের মানুষ আছে প্রাণে
তাই হেরি তায় সকল খানে
প্রাণের মানুষ আছে প্রাণে
তাই হেরি তায় সকল খানে
আমি তার মুখের কথা শুনব বলে গেলাম কোথা
আমি তার মুখের কথা শুনব বলে গেলাম কোথা
শোনা হল না, হল না
আজ ফিরে এসে নিজের দেশে
ফিরে এসে নিজের দেশে এই যে শুনি
শুনি তাহার বাণী আপন গানে
তাহার বাণী আপন গানে
প্রাণের মানুষ আছে প্রাণে
তাই হেরি তায় সকল খানে
প্রাণের মানুষ আছে প্রাণে
তাই হেরি তায় সকল খানে
কে তোরা খুঁজিস তারে কাঙাল-বেশে দ্বারে দ্বারে
কে তোরা খুঁজিস তারে কাঙাল-বেশে দ্বারে দ্বারে
দেখা মেলে না, মেলে না
তোরা আয় রে ধেয়ে দেখ রে চেয়ে
আয় রে ধেয়ে দেখ রে চেয়ে আমার বুকে
ওরে দেখ রে আমার দুই নয়ানে
দেখ রে আমার দুই নয়ানে
প্রাণের মানুষ আছে প্রাণে
তাই হেরি তায় সকল খানে
প্রাণের মানুষ আছে প্রাণে
তাই হেরি তায় সকল খানে
আমি তার মুখের কথা শুনব বলে গেলাম কোথা
আমি তার মুখের কথা শুনব বলে গেলাম কোথা
শোনা হল না, হল না
আজ ফিরে এসে নিজের দেশে
ফিরে এসে নিজের দেশে এই যে শুনি
শুনি তাহার বাণী আপন গানে
তাহার বাণী আপন গানে
প্রাণের মানুষ আছে প্রাণে
তাই হেরি তায় সকল খানে
প্রাণের মানুষ আছে প্রাণে
তাই হেরি তায় সকল খানে
আছে সে নয়নতারায়
আছে সে নয়নতারায় আলোকধারায়, তাই না হারায়
ওগো তাই দেখি তায় যেথায় সেথায়
তাকাই আমি যে দিক-পানে
প্রাণের মানুষ আছে প্রাণে
তাই হেরি তায় সকল খানে
প্রাণের মানুষ আছে প্রাণে
তাই হেরি তায় সকল খানে
Written by: Bodrul Alam Bakul, Rabindranath Tagore


