クレジット
PERFORMING ARTISTS
The Platform Live
Performer
Indalo
Performer
COMPOSITION & LYRICS
Ark Hasan
Songwriter
Ayub Bachchu
Songwriter
Jon Kabir
Songwriter
Zubair Hasan
Songwriter
PRODUCTION & ENGINEERING
Nadeem A. Salam
Producer
歌詞
তুমি ভালোবেসো, আমার ভালোবাসা
যখন কখনো আমি থাকব না
দুঃখ না-হয় তুমি পেলে সীমাহীন
তবুও তুমি ভালোবেসো আমায়
জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে
কান্না পেলে আর লুকাব না
হারিয়ে যাওয়া সেই হাহাকারে
নতুন করে আর কিছু চাইব না
তুমি-আমি এ তরির হাল ধরেছি
পাড়ি দেবো মোরা বহুদূর
পথে বাধা কত পাহাড়-মরু
তবু তুমি ভেঙে পড়ো না, পড়ো না
ঘুম আসে না, ঘুম আসে না
না রে না, ঘুম আসে না
তুমি ভালোবেসো, আমার ভালোবাসা
যখন কখনো আমি থাকব না
তুমি ভালোবেসো, আমার ভালোবাসা
যখন কখনো আমি থাকব না
তুমি ভালোবেসো, আমার ভালোবাসা
যখন কখনো আমি থাকব না
তুমি ভালোবেসো, আমার ভালোবাসা
যখন কখনো আমি থাকব না
Written by: Ark Hasan, Ayub Bachchu, Jon Kabir, Zubair Hasan