クレジット
COMPOSITION & LYRICS
Naved Parvez
Songwriter
Vashkar Abedin
Songwriter
歌詞
কয় পা এগোবে বলো
কয় পা পিছোবে আবার
অংকটা ঠিক মিলিয়ে দিবে
তোমার সরল ভালোবাসার
মন ভাসানোর অবুঝ খেলায়
ভালোবাসার উদাস বেলায়
তোমার সাথে গল্প জমবে বেশ
হৃদয় খুলে গোপন কথার
ধনুক নিয়ে প্রেম অবতার
মিলিয়ে দেবো প্রেমের অবশেষ
কয় পা এগোবে বলো
কয় পা পিছোবে আবার
অংকটা ঠিক মিলিয়ে দিবে
তোমার সরল ভালোবাসার
মন ভাসানোর অবুঝ খেলায়
ভালোবাসার উদাস বেলায়
কয়েক কদম এগিয়ে গিয়ে
শব্দজটে জাল বিছিয়ে
মনের সাথে মিলবে দেখো মন
কয়েক কদম এগিয়ে গিয়ে
শব্দ জটে জাল বিছিয়ে
মনের সাথে মিলবে দেখো মন
ঘুমের দেশে স্বপ্ন বুনে
তুলবো ফসল প্রেমের ধুনে
একলা থেকে দোকলা হবার পণ
কয় পা এগোবে বলো
কয় পা পিছোবে আবার
অংকটা ঠিক মিলিয়ে দিবে
তোমার সরল ভালোবাসার
মন ভাসানোর অবুঝ খেলায়
ভালোবাসার উদাসী বেলায়
তোমার সাথে গল্প জমবে বেশ
হৃদয় খুলে গোপন কথার
ধনুক নিয়ে প্রেম অবতার
মিলিয়ে দেবো প্রেমের অবশেষ
মিলিয়ে দেবো প্রেমের অবশেষ
মিলিয়ে দেবো প্রেমের অবশেষ
Written by: MD. Naved Parvez, Vashkar Abedin