歌詞

তাকিয়ে থাকা শুণ্য দৃষ্টিতে দেয়ালের অপার্থিব আলোর ভীড়ে ওপাশের আলো ফাটল ধরায় সব যুক্তিতে সব বিশ্বাসে আমার শিরায় শিরায় গাঢ় অন্ধকার শিকড় গড়ে আদরে আমার অবশ শরীর ক্লান্তি হারায় অধিকার নিয়ে সব আলো নিভিয়ে দাও ঘুমাবো আমি আলোর শেষে জয় হোক ক্লান্তির জয় হোক অবসাদের পৃথিবীর সব ঘুম আমার চোখের পাতায় জড় হয় কীসের আশায় জানা নেই আমার আমার শিরায় শিরায় গাঢ় অন্ধকার শিকড় গড়ে আদরে আমার অবশ শরীর ক্লান্তি হারায় অধিকার নিয়ে সব আলো নিভিয়ে দাও ঘুমাবো আমি আলোর শেষে জয় হোক ক্লান্তির জয় হোক অবসাদের সব আলো নিভিয়ে দাও ঘুমাবো আমি আলোর শেষে জয় হোক ক্লান্তির জয় হোক অবসাদের তবুও আঁধার শেষে দেখা দেয় আলো অনেক সম্ভাবনার মাঝে খেলা করে রোদ
Writer(s): Asif Asgar Ranjan, Aurthohin Band Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out