クレジット
PERFORMING ARTISTS
Shuvam Raha
Performer
COMPOSITION & LYRICS
Shuvam Raha
Composer
Niladri Banerjee
Songwriter
PRODUCTION & ENGINEERING
Shuvam Raha
Producer
歌詞
এই অমলিন সন্ধ্যাকালীন ভাবনারা ছুঁটে যায়
জানি নিষ্ক্রিয় তবু প্রিয় আনকোরা ইশারায়
চুপ কথা শুনতে চাওয়ার আলোতে দাড়িয়ে
অন্য ব্যাথা পাই নি তো আর তোমাকে পেয়ে
ফিরিয়ে নাও আমায় জীবনে
তোমারই বুকের গোপনে
ফিরিয়ে নাও আমায় ওই মনে
বলতে চাই তোমায় বারেবার
বলতে চাই তোমায় বারেবার
তোমাকে বলব বলে কথা সব কলরব হয়েছে
তোমাকে ছোঁব বলে অকারণ আলোড়ন বয়েছে
সুখ পাখি ধরতে চাওয়ার আশাতে হারিয়ে
সব ফাঁকি হয়নি আমার তোমাকে পেয়ে
ফিরিয়ে নাও আমায় জীবনে
তোমারই বুকের গোপনে
ফিরিয়ে নাও আমায় ওই মনে
বলতে চাই তোমায় বারেবার
বলতে চাই তোমায় বারেবার
Written by: Niladri Banerjee, Shuvam Raha