ミュージックビデオ
ミュージックビデオ
クレジット
PERFORMING ARTISTS
Sudhaborshy
Performer
COMPOSITION & LYRICS
Nilanjan Ghosal
Composer
歌詞
শুধু তোমাকেই ভালোবেসে
শুকনো নদীতে ডিঙি ভাসিয়েছি মোহনার কাছে এসে
শুধু তোমাকেই ভালোবেসে
দু'মুঠো আদর ভিক্ষে চেয়েছি দরিদ্র এই দেশে
শুধু তোমাকেই ভালোবেসে
শুধু তোমাকেই ভালোবেসে
শুকনো নদীতে ডিঙি ভাসিয়েছি মোহনার কাছে এসে
শুধু তোমাকেই ভালোবেসে
দু'মুঠো আদর ভিক্ষে চেয়েছি দরিদ্র এই দেশে
শুধু তোমাকেই ভালোবেসে
শুধু তোমাকেই ভালোবেসে
ঝড়ের সামনে দাঁড়িয়েছি একা ছেঁড়া পতাকার বেশে
শুধু তোমাকেই ভালোবেসে
তোমাকেই ভালবাসবো ভেবেছি শত যুদ্ধের শেষে
শুধু তোমাকেই ভালোবেসে
এই পাঁজরভরা ভালোবাসা দু'হাত ভরে নাও
এই আধো আলো আধো ছায়া দু'চোখ ভরে নাও
এই আমায় কিছু নাইবা দিলে
এই আমায় কিছু নাইবা দিলে, নিজের করে নাও
শুধু তোমাকেই ভালোবেসে
শুকনো নদীতে ডিঙি ভাসিয়েছি মোহনার কাছে এসে
শুধু তোমাকেই ভালোবেসে
দু'মুঠো আদর ভিক্ষে চেয়েছি দরিদ্র এই দেশে
শুধু তোমাকেই ভালোবেসে
শুধু তোমাকেই ভালোবেসে
শুধু তোমাকেই ভালোবেসে
Written by: Nilanjan Ghosal