歌詞
তুমি অবতার সেই কল্পনার
স্বপ্নের আলাপন
তুমি বৃষ্টির তালে বাধাঁনো
মুগ্ধ করা গান
তুমি মৃদু বাতাস হয়ে
ছুঁয়ে যাওয়া প্রাণ
তুমি স্রোতের ধারা হওয়া
আমার পিছুটান
তুমি ফানুশ উড়িয়ে হওয়া
আলোর আশা
তোমায় নিয়েই কল্পনা
আর ভালোবাসা
তুমি ফানুশ উড়িয়ে হওয়া
আলোর আশা
তোমায় নিয়েই কল্পনা
আর ভালোবাসা
তুমি মন ভুলিয়ে দেওয়া
কাঠগোলাপের ঘ্রাণ
তুমি নীল রঙে রাঙানো
প্রিয় অভিমান
তুমি রাত পোহানো তারার
সুখের আলোড়ন
তুমি আমার প্রথম প্রেমের
সুপ্ত শিহরণ
তোমায় রাঙিয়ে স্বপ্নেরা
আজ মেলছে ডানা
কাছে পেয়েও তোমায়
ছুঁতে মানা
তুমি ফানুশ উড়িয়ে হওয়া
আলোর আশা
তোমায় নিয়েই কল্পনা
আর ভালোবাসা
তুমি ফানুশ উড়িয়ে হওয়া
আলোর আশা
তোমায় নিয়েই কল্পনা
আর ভালোবাসা
Written by: Pinto Ghosh, Sammam Junaid