ミュージックビデオ

ミュージックビデオ

クレジット

PERFORMING ARTISTS
Popeye Bangladesh
Popeye Bangladesh
Performer
COMPOSITION & LYRICS
Raffan Imam
Raffan Imam
Songwriter

歌詞

স্বপ্ন দেখার খোলা চোখে
হয় না সাহস আর মনে
করি না কিছু পাওয়ার আশা
ব্যর্থ আমার প্রার্থনারা
আজ আমি সব হারানো
আমি শূন্যতায় ভেসে হাহাকার দেখি
লাগে ভয় যেন আমার দেখা হলো না আলো
সুধা এ অন্ধকার
কেউ বোঝেনি আমায়, চেনেনি তো কেউ
দেখেও কতবার তবু দেখেনি কেউ
মোর সত্য কল্পনা যত বাস্তবতা মিথ্যে ততো
তাই আমি, বৃষ্টি এলেই
পাহাড়ের চূড়ায় বসে বরষায় ভিজি
ভাঙলে মেঘ, পারি যেতেও আকাশ
শুকাতে রোদের তীরে নিজেকে আমি-
ফেরা হলো না ঘরে
নাহি ফিরলো ঘর দিকে আমার
এসে পথেরই মাঝে
পেছনে তাকিয়ে ফিরে আবার
হেঁটে যাই আমি খুঁজতে কিছু
আমি আজও জানি না কীসেরই পিছু
সাথী রয়, কষ্ট আমার
সে নেয় না তো বিদায়, দেয় না তো বিদায়
নেয় না তো বিদায়
আমি মিথ্যে বলেছি
কত মিথ্যে বলেছি নিজেকে
এক রূপকথার মতো
বদলে যাবে এই জীবন শেষে
আজ আমি ছন্নছাড়া
আমি এক দিশেহারা, লুকিয়ে মরি
জানবে না, এ নেশার মায়া
কত যে বড়ো বোঝা, কত যে বোঝা
নেশার মায়া, কত যে বোঝা
নেশার মায়া, নেশার মায়া (কত যে বোঝা)
নেশার মায়া, নেশার মায়া (কত যে বোঝা)
নেশার মায়া
Written by: Raffan Imam
instagramSharePathic_arrow_out

Loading...