クレジット
PERFORMING ARTISTS
Mahtim Shakib
Performer
Mainak Mazoomdar
Performer
COMPOSITION & LYRICS
Mainak Mazoomdar
Composer
Nilanjan Chakraborty
Lyrics
歌詞
তুমি বৃষ্টি চেয়েছো বলে
কত মেঘের ভেঙ্গেছি মন
আমি নিজের বলতে তোমায় চেয়েছি
তুমি যাওনি কিছুই বলে
আজও পাল্টে ফেলিনি মন
শুধু নিজের বলতে তোমায় চেয়েছি
তুমি জানতেই পারো না তোমায়
কত ভালোবেসেছি
ও, তুমি জানতেই পারো না তোমায়
কত ভালোবেসেছি
তুমি বৃষ্টি চেয়েছো বলে
কত মেঘের ভেঙেছি মন
আমি নিজের বলতে তোমায় চেয়েছি
তুমি যাওনি কিছুই বলে
আজও পাল্টে ফেলিনি মন
শুধু নিজের বলতে তোমায় চেয়েছি
তুমি জানতেই পারো না তোমায়
কত ভালোবেসেছি
তুমি জানতেই পারো না তোমায়
কত ভালোবেসেছি
তুমি শান্ত
তবুও কি চেঁচিয়ে মন ভাঙতো
ভোর হবে ঠিকই রাত জানতো
যতটুকু জড়িয়ে থাকা যায়
ও, তুমি হাসলে
না কি ফের পেছন থেকে ডাকলে
বরাবর দোটানাতে থাকলে
কীভাবে আজীবন বাঁচা যায়?
তুমি অন্য ঘরেই থেকো
আমার নামে রাগ জমিয়ে রেখো
আমি সবটুকু দোষ তোমায় দিয়েছি
তুমি জানতেই পারো না তোমায়
কত ভালোবেসেছি
তুমি জানতেই পারো না তোমায়
কত ভালোবেসেছি
তুমি জানতেই পারো না তোমায়
কত ভালোবেসেছি
তুমি জানতেই পারো না তোমায়
Written by: A, Mainak Mazoomdar, Nilanjan Chakraborty

