クレジット
PERFORMING ARTISTS
The Watson Brothers
Performer
COMPOSITION & LYRICS
Shakib Chowdhury
Songwriter
Imran Aziz
Composer
Arafat Kazi
Composer
Farhan Samad
Composer
歌詞
সুন্দর করে সাজিয়ে দাও
আমার অন্তরে ঢুকে যাও
চোখ বড়ই সাদা-কালো
কেন বলো, কেন বলো
অপেক্ষায় সৃষ্টি মধুর
বৃষ্টির পর রংধনু
রাঙ্গিয়ে দাও রাঙ্গিয়ে দাও
আমার সত্ত্বাকে
আষাঢ় শ্রাবণ কার্তিক পৌষ মাসে
আমার মনে যেন রং লেগে থাকে
সারাটিক্ষণ
গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত কালে
বন্ধুদের আড্ডার হালে চালে
গভীর প্রেমের অবসরে
সৃষ্টিকর্তার বিশাল বাধা ঘরে
সুন্দর করে গেয়ে যাও
আমার মনটারে রাঙ্গিয়ে দাও
বিস্বাদ নিরাময় করে
আমার অন্তরে হারিয়ে যাও
রাঙ্গিয়ে দাও রাঙ্গিয়ে দাও
আমার সত্ত্বাকে
আষাঢ় শ্রাবণ কার্তিক পৌষ মাসে
আমার মনে যেন রং লেগে থাকে
সারাটিক্ষণ
গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত কালে
বন্ধুদের আড্ডার হালচালে
গভীর প্রেমের অবসরে
সৃষ্টিকর্তার বিশাল বাধা ঘরের মাঝে আমারই ঠাঁই
এত রং ফেলে কোথা যাই
কোথা যাই
কোথা যাই
কোথা যাই
রাঙ্গিয়ে দাও রাঙ্গিয়ে দাও
আমার সত্ত্বাকে
আষাঢ় শ্রাবণ কার্তিক পৌষ মাসে
আমার মনে যেন রং লেগে থাকে
সারাটিক্ষণ
গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত কালে
বন্ধুদের আড্ডার হালে চালে
গভীর প্রেমের অবসরে
সৃষ্টিকর্তার বিশাল বাধা ঘরে
সুন্দর করে গেয়ে যাও
আমার মনটারে রাঙ্গিয়ে দাও
আমার অন্তরে ঢুকে যাও
রাঙ্গিয়ে দাও
Written by: Arafat Kazi, Farhan Samad, Imran Aziz, Shakib Chowdhury