クレジット
PERFORMING ARTISTS
Bappa Mazumder
Performer
Fahmida Nabi
Performer
COMPOSITION & LYRICS
Tomal Ahmed
Composer
Golam Morshed
Songwriter
歌詞
তুমি কি বলো আসবে
পথভোলা নদীর দেশে?
ঢেউয়ে ঢেউয়ে ভাসাবো হৃদয়
হব দু'জন সাথী
তুমি কি বলো আসবে
পথভোলা নদীর দেশে?
ঢেউয়ে ঢেউয়ে ভাসাবো হৃদয়
হব দু'জন সাথী
তুমি কি নীল-মেঘে ঢাকা
আকাশে ঝড়-তোলা ভোরে
আমার'ই মন ভাঙা ঘরে
রোদেলা দিন ফাগুন হবে?
তুমি কি নীল-মেঘে ঢাকা
আকাশে ঝড়-তোলা ভোরে
আমার'ই মন ভাঙা ঘরে
রোদেলা দিন ফাগুন হবে?
তুমি কি দেবে বাবুই পাখির
ঠোঁটে ঠোঁটে বোনা সুখের-
বসতি?
তুমি কি বলো আসবে
পথভোলা নদীর দেশে?
ঢেউয়ে ঢেউয়ে ভাসাবো হৃদয়
হব দু'জন সাথী
তুমি কি ভুল-বোঝা প্রহর
গানের'ই সুর ভুলা রাতে
আমার'ই বেদনা মুছে
কিছু গোলাপ দেবে হাতে?
তুমি কি ভুল-বোঝা প্রহর
গানের'ই সুর ভুলা রাতে
আমার'ই বেদনা মুছে
কিছু গোলাপ দেবে হাতে?
তুমি কি হবে অনেক আশার
মেঠো-পথে জ্বলা প্রদীপ-
জোনাকি?
তুমি কি বলো আসবে
পথভোলা নদীর দেশে?
ঢেউয়ে ঢেউয়ে ভাসাবো হৃদয়
হব দু'জন সাথী
তুমি কি বলো আসবে
পথভোলা নদীর দেশে?
ঢেউয়ে ঢেউয়ে ভাসাবো হৃদয়
হব দু'জন সাথী
Written by: Golam Morshed, Tomal Ahmed

