ミュージックビデオ
ミュージックビデオ
クレジット
PERFORMING ARTISTS
Miles
Performer
COMPOSITION & LYRICS
Hamin Ahmed
Composer
Manam Ahmed
Composer
歌詞
তুমি ফুল নাকি প্রজাপতি, কী নামে ডাকি?
রাতের আগুন জ্বালে রাত-জোনাকি
তুমি ফুল নাকি প্রজাপতি, কী নামে ডাকি?
রাতের আগুন জ্বালে রাত-জোনাকি
চোখেরই আলোয় আঁকা পদ্ম পাতা জল
স্বপ্ন-কাঁকণ বাজে, বাজে শতদল
প্রিয়তমা মেঘ, বৃষ্টি হয়ে ছুঁয়ে যাও (ছুঁয়ে যাও)
প্রিয়তমা রোদ, ঊষ্ণতায় ছুঁয়ে দাও
প্রিয়তমা মেঘ, বৃষ্টি হয়ে ছুঁয়ে যাও (ছুঁয়ে যাও)
প্রিয়তমা রোদ, ঊষ্ণতায় ছুঁয়ে দাও
কোলাহলে কেন তুমি এসেছ?
বসন্তে মাতাল কেন ঘুম ভেঙেছ?
রুপালি আলো মেখে হেসেছিল চাঁদ
স্বপ্ন আপন ভেবে ভেসেছিল রাত
প্রিয়তমা মেঘ, বৃষ্টি হয়ে ছুঁয়ে যাও (ছুঁয়ে যাও)
প্রিয়তমা রোদ, ঊষ্ণতায় ছুঁয়ে দাও
প্রিয়তমা মেঘ, বৃষ্টি হয়ে ছুঁয়ে যাও (ছুঁয়ে যাও)
প্রিয়তমা রোদ, ঊষ্ণতায় ছুঁয়ে দাও
কোন পৃথিবী তার আভরণে সুখ
কোন অধরী ঢেকে রাখে মুখ
তুমি ফুল নাকি প্রজাপতি, কী নামে ডাকি?
রাতের আগুন জ্বালে রাত-জোনাকি
চোখেরই আলোয় আঁকা পদ্ম পাতা জল
স্বপ্ন-কাঁকণ বাজে, বাজে শতদল
প্রিয়তমা মেঘ, বৃষ্টি হয়ে ছুঁয়ে যাও (ছুঁয়ে যাও)
প্রিয়তমা রোদ, ঊষ্ণতায় ছুঁয়ে দাও
প্রিয়তমা মেঘ, বৃষ্টি হয়ে ছুঁয়ে যাও (ছুঁয়ে যাও)
প্রিয়তমা রোদ, ঊষ্ণতায় ছুঁয়ে দাও
প্রিয়তমা মেঘ, বৃষ্টি হয়ে ছুঁয়ে যাও (ছুঁয়ে যাও)
প্রিয়তমা রোদ, ঊষ্ণতায় ছুঁয়ে দাও
প্রিয়তমা মেঘ, বৃষ্টি হয়ে ছুঁয়ে যাও (ছুঁয়ে যাও)
প্রিয়তমা রোদ, ঊষ্ণতায় ছুঁয়ে দাও
Written by: Hamin Ahmed, Manam Ahmed