ミュージックビデオ

ミュージックビデオ

クレジット

PERFORMING ARTISTS
Apeiruss
Apeiruss
Performer
Belal Khan
Belal Khan
Lead Vocals
Sheikh Shafi Mahmud
Sheikh Shafi Mahmud
Music Director
COMPOSITION & LYRICS
Sheikh Shafi Mahmud
Sheikh Shafi Mahmud
Songwriter
Apeiruss
Apeiruss
Arranger
PRODUCTION & ENGINEERING
Apeiruss
Apeiruss
Producer
Sheikh Shafi Mahmud
Sheikh Shafi Mahmud
Mastering Engineer

歌詞

ওহ বেবি
তোমার ছবি
মনের ফ্রেমে
বান্ধাইয়া
এই আমি
রাইখা দিসি
যাইবা কোথায়
কান্দাইয়া?
ওহ বেবি
তোমার ছবি
মনের ফ্রেমে
বান্ধাইয়া
এই আমি
রাইখা দিসি
যাইবা কোথায়
কান্দাইয়া?
তোমারে দেখলে পরে
কি যে হয়
মনের ঘরে
পারি না বলতে আমি
কাছে ডাকিয়া
তুমি এমন কইরা
যাইওনা
মন টা আমার
ভাইঙ্গনা
দেহের মাঝে
প্রাণ টা যে আর
রইবে না
তুমি এমন কইরা
যাইওনা
মন টা আমার
ভাইঙ্গনা
দেহের মাঝে
প্রাণ টা যে আর
রইবে না
তুমি এমন কইরা
কইওনা
তুমি এমন কইরা
কইওনা
মনটা আমার সহে না
আশায় আশায় থাকি
আমি দিন গুনিয়া
আসবো ছুইটা কাছে তোমার
ডাক শুনিয়া
আশায় আশায় থাকি আমি
দিন গুনিয়া
আসবো ছুইটা কাছে তোমার
ডাক শুনিয়া
আমি খুঁজি না
কিছু খুঁজি না
আমি বুঝিনা
কিছু বুঝিনা
তোমারে দেখলে পরে
কি যে হয় মনের ঘরে
পারি না বলতে আমি
কাছে ডাকিয়া
তুমি এমন কইরা
যাইওনা
মন টা আমার
ভাইঙ্গনা
দেহের মাঝে প্রাণ টা যে আর
রইবে না
তুমি এমন কইরা
যাইওনা
মন টা আমার
ভাইঙ্গনা
দেহের মাঝে প্রাণ টা যে আর
রইবে না
তুমি এমন কইরা
কইওনা
তুমি এমন কইরা
কইওনা
মনটা আমার সহে না
Written by: Sheikh Shafi Mahmud
instagramSharePathic_arrow_out

Loading...