ミュージックビデオ
ミュージックビデオ
クレジット
PERFORMING ARTISTS
Sandhya Mukherjee
Lead Vocals
Gauriprasanna Mazumder
Performer
COMPOSITION & LYRICS
Nachiketa Ghosh
Composer
Gauriprasanna Mazumder
Songwriter
歌詞
দুষ্টু হাসি
দুষ্টু হাসি, মিষ্টি চাওয়া লাগে যে মধুর
দুষ্টু হাসি, মিষ্টি চাওয়া
মেঘ-ছায়া প্রাণে আনে মিতালিরই সুর গো
প্রাণে ঝুমুর ঝুমুর বাজে শ্রাবণ-নূপুর
মেঘ-ছায়া প্রাণে আনে মিতালিরই সুর গো
প্রাণে ঝুমুর ঝুমুর বাজে শ্রাবণ-নূপুর
এসো, এসো, এসো ওগো পথ চিনে
এসো, এসো, এসো ওগো পথ চিনে
দাও সাড়া এমন মেঘের দিনে
মনে হবে স্বপন যে বঁধুর
মনে হবে স্বপন যে বঁধুর
আমায় করেছে মধুর
আমায় করেছে মধুর
দুষ্টু হাসি
দুষ্টু হাসি, মিষ্টি চাওয়া লাগে যে মধুর
দুষ্টু হাসি, মিষ্টি চাওয়া
হায়রে কতই প্রহর গেল শুধুই দিন যে গুনি
বৈশাখী ঐ ঝড় উঠেছে হাওয়ার গান যে শুনি
আমি হাওয়ার গান যে শুনি
জ্বলে জ্বলে, জ্বলে জ্বলে যায় আলো মুছে
জ্বলে জ্বলে, জ্বলে জ্বলে যায় আলো মুছে
আশা জাগে, হায়, আশা জাগে
জাগে ভাষা, ভালোবাসা
জাগে ভাষা, ভালোবাসা
বাজে গো নূপুর, ছন্দ মধুর
দুষ্টু হাসি
দুষ্টু হাসি, মিষ্টি চাওয়া লাগে যে মধুর
দুষ্টু হাসি
Written by: Gauriprasanna Mazumder, Nachiketa Ghosh


