クレジット
PERFORMING ARTISTS
Sahana Bajpaie
Performer
Rabindranath Tagore
Performer
Kaushik Sen
Actor
Churni Ganguly
Actor
Jaya Ahsan
Actor
lili chakraborty
Actor
COMPOSITION & LYRICS
Rabindranath Tagore
Composer
PRODUCTION & ENGINEERING
Surinder Films Pvt. Ltd.
Producer
歌詞
জীবন যখন ছিল ফুলের মতো
পাপড়ি তাহার ছিল শত শত
জীবন যখন ছিল ফুলের মতো
পাপড়ি তাহার ছিল শত শত
জীবন যখন ছিল ফুলের মতো
বসন্তে সে হত যখন দাতা
ঝরিয়ে দিত দু-চারটি তার পাতা
বসন্তে সে হত যখন দাতা
ঝরিয়ে দিত দু-চারটি তার পাতা
তবুও যে তার বাকি রইত কত
জীবন যখন ছিল ফুলের মতো
আজ বুঝি তার ফল ধরেছে, তাই
হাতে তাহার অধিক কিছু নাই
আজ বুঝি তার ফল ধরেছে, তাই
হাতে তাহার অধিক কিছু নাই
হেমন্তে তার সময় হল এবে
পূর্ণ করে আপনাকে সে দেবে
হেমন্তে তার সময় হল এবে
পূর্ণ করে আপনাকে সে দেবে
রসের ভারে তাই সে অবনত
জীবন যখন ছিল ফুলের মতো
পাপড়ি তাহার ছিল শত শত
জীবন যখন ছিল ফুলের মতো
Written by: Rabindranath Tagore