クレジット

PERFORMING ARTISTS
Diptanshu Roy
Diptanshu Roy
Performer
COMPOSITION & LYRICS
Diptanshu Roy
Diptanshu Roy
Songwriter
Biswarup Howlader
Biswarup Howlader
Songwriter

歌詞

সারি সারি ঘর, জং ধরে ক্ষয়‬
‭ শহরের এক কোনায়‬
‭সেখানে রোদ আসেনি বহুদিন‬
‭রোজ সে ঠিকানা হারায়‬
‭গাছেদের ঋণ, মেঘেদের গান‬
ঝাপসা ছবি জালনায়‬
‭ডাক বাক্সের, শেষ চিঠিতে‬
‭কিছুটা তোমাকে জানালাম‬
‭দিক ভুল হয় যাদের, ফিরতে পারে না (আর) ঘরে‬
এই পৃথিবীর চৌকাঠে, বলো (তুমি) কি হারালে?‬
‭দিকভু ল হয় যাদের, ফিরতে পারে না (আর) ঘরে‬
‭এই পৃথিবীর চৌকাঠে, বলো (তুমি) কি হারালে?‬
‭সময়ের দাগ, প্রাচীন আঘাত‬
‭কত ঝড় বয়ে গেছে‬
‭অনন্তকাল, ইটের দেওয়াল‬
‭নীরবে সে সয়ে গেছে‬
‭ধূসর আকাশ, সন্ধ্যাতারা‬
‭ব্যর্থ জীবন স্রোতে‬
‭পথিকের ঘর, এই চরাচর‬
‭ক্রমশ তলিয়ে গেছে‬
‭দিক ভুল হয় যাদের, ফিরতে পারে না (আর) ঘরে‬
এই পৃথিবীর চৌকাঠে, বলো (তুমি) কি হারালে?‬
‭দিকভু ল হয় যাদের, ফিরতে পারে না (আর) ঘরে‬
‭এই পৃথিবীর চৌকাঠে, বলো (তুমি) কি হারালে?‬
Written by: Biswarup Howlader, Diptanshu Roy
instagramSharePathic_arrow_out

Loading...