ミュージックビデオ
ミュージックビデオ
クレジット
PERFORMING ARTISTS
Metrolife
Performer
Mehedi Hasan Ayon
Performer
COMPOSITION & LYRICS
Eshan Dhrubo
Composer
Rezwan Rafi
Songwriter
歌詞
তুমি এই নগরীর অপরিচিতা চিল
নখের কারুতে অর্ধেক বাঁধো বাসা
কার্ণিশে তুলে রাখো বেদনার নীল
বাকিটুকু জুড়ে আমাদের ভালোবাসা
তুমি এই নগরীর অপরিচিতা চিল
নখের কারুতে অর্ধেক বাঁধো বাসা
কার্ণিশে তুলে রাখো বেদনার নীল
বাকিটুকু জুড়ে আমাদের ভালোবাসা
বাকিটুকু জুড়ে আমাদের জোড়া চোখ
মুখোমুখি যেন ভুবনের দুই পাখি
আগমনে কেন লুকিয়ে রেখেছো মুখ?
অপলকভাবে চলো আজ চেয়ে থাকি
বাকিটুকু জুড়ে আমাদের জোড়া চোখ
মুখোমুখি যেন ভুবনের দুই পাখি
আগমনে কেন লুকিয়ে রেখেছো মুখ?
অপলকভাবে চলো আজ চেয়ে থাকি
আকাশবন্দি সীমানায় ডানা মেলে
শুণ্যে নিশানা এঁকে খুঁজে ফিরি বাসা
কার্নিশে তুলে রেখো বেদনার নীল
বাকিটুকু জুড়ে মিশে থাক ভালোবাসা
তুমি এই নগরীর অপরিচিতা চিল
নখের কারুতে অর্ধেক বাঁধো বাসা
কার্নিশে তুলে রাখো বেদনার নীল
বাকিটুকু জুড়ে আমাদের ভালোবাসা
তুমি এই নগরীর অপরিচিতা চিল
নখের কারুতে অর্ধেক বাঁধো বাসা
কার্নিশে তুলে রাখো বেদনার নীল
বাকিটুকু জুড়ে আমাদের ভালোবাসা
চলো দু'জনে খড়কুটো করি জড়ো
হৃদয়ের টানে বাঁধি ছোট্ট ঘর
বুকের গভীরে প্রেম রেখে যাবো আরও
হাতে হাত রেখে ভেবো না আমিও পর
চলো দু'জনে খড়কুটো করি জড়ো
হৃদয়ের টানে বাঁধি ছোট্ট ঘর
বুকের গভীরে প্রেম রেখে যাবো আরও
হাতে হাত রেখে ভেবো না আমিও পর
ব্যস্ত শহরে নিয়নের বাতি যখন
তোমার প্রিয় আঁধারেই ফিরে আসা
কার্নিশ জুড়ে আনন্দ অনাবিল
সন্ধ্যার বাসে ছুটে চলা ভালোবাসা
তুমি এই নগরীর অপরিচিতা চিল
নখের কারুতে অর্ধেক বাঁধো বাসা
কার্নিশে তুলে রাখো বেদনার নীল
বাকিটুকু জুড়ে আমাদের ভালোবাসা
তুমি এই নগরীর অপরিচিতা চিল
নখের কারুতে অর্ধেক বাঁধো বাসা
কার্নিশে তুলে রাখো বেদনার নীল
বাকিটুকু জুড়ে আমাদের ভালোবাসা
কার্নিশে তুলে রাখো বেদনার নীল
বাকিটুকু জুড়ে আমাদের ভালোবাসা
কার্নিশে তুলে রাখো বেদনার নীল
বাকিটুকু জুড়ে আমাদের ভালোবাসা
কার্নিশে তুলে রাখো বেদনার নীল
বাকিটুকু জুড়ে আমাদের ভালোবাসা
Written by: Esha Ahamed Dhrubo, Mehedi Hasan Ayon, Rezwan Rafi