クレジット
PERFORMING ARTISTS
Elin
Vocals
COMPOSITION & LYRICS
Elin
Songwriter
Ishmamul Farhad
Arranger
PRODUCTION & ENGINEERING
Elin
Vocal Producer
TuneFizz Publishing
Post Production Engineer
歌詞
এই যে
তোমার এত দুঃখ কিসের?
আমাকে একটু বলোনা
তোমার কেন এত মন খারাপ থাকে?
তুমি যে বনের পাখি
গান গাও জ্যোৎস্না রাতির
নিজেকে ভয় কোরোনা
এই যে
এই যে
এই যে
যখন তোমার কান্নাগুলো
অশ্রু হয়ে আসে
ভেবোনাকো কেউ যে নেই
নেইকো তোমার পাশে
নিজের খেয়াল নিজেই রেখো
দিয়োনাকো বকা
ভুলছিলো তাও কান্না থামাও
দিও ভালোবাসা
তাইতো তোমায় বলি গানটা ধরে রেখো
শিল্পীর নেই তুলনা
লাগুক যতই একা
তাহার সাথে দেখা
হয়ে যাবে তা জানোনা
এই যে
এই যে
এই যে
নিজেকে দুঃখী কোরোনা
নিজেকে দোষী কোরোনা
নিজেকে ভয় কোরোনা
নিজেকে দুঃখী কোরোনা
নিজেকে দোষী কোরোনা
নিজেকে ভয় কোরোনা
নিজেকে নিজেকে নিজেকে
ভয় কোরোনা
Written by: Ishmamul Farhad, Ishmamul Farhad Elin