クレジット
PERFORMING ARTISTS
Rudra Prosad
Acoustic Guitar
Yasin
Violin
COMPOSITION & LYRICS
MD. Nazrul Islam
Songwriter
PRODUCTION & ENGINEERING
Jkh Jesan
Producer
歌詞
কখনো খুব ভোরে, যদি চোখ মেলে
দেখো আছি বসে, তোমার শিয়রে।
তবে কী হবে বিশ্বাস, নাকি করবে
নজর আন্দাজ।
খুব জানতে ইচ্ছে হয়,
খুব জানতে ইচ্ছে হয়-
আছে কী ভালোবাসা-
নাকি হয়ে গেছে, সব ই ক্ষয়।
খুব জানতে ইচ্ছে হয়-
কখনো ভুল করে, যদি পিছু ফিরে
দেখো- আছি চেয়ে, তোমার পরাণে
তবে কী নেব ওগো, আমার হাত ধরে-
তোমার শহর।
খুব জানতে ইচ্ছে হয়,
খুব জানতে ইচ্ছে হয়-
আছে কী ভালোবাসা-
নাকি হয়ে গেছে, সব ই ক্ষয়।
খুব জানতে ইচ্ছে হয়-
কখনো ফোন কলে, যদি কেউ বলে
আমি গেছি চলে, পৃথিবী পিছু ফেলে
তবে কী তোমার গালে বৃষ্টি হবে
খুব জানতে ইচ্ছে হয়,
খুব জানতে ইচ্ছে হয়-
আছে কী ভালোবাসা-
নাকি হয়ে গেছে, সব ই ক্ষয়।
খুব জানতে ইচ্ছে হয়-
খুব জানতে ইচ্ছে হয়-
আছে কী ভালোবাসা-
নাকি হয়ে গেছে, সব ই ক্ষয়।
খুব জানতে ইচ্ছে হয়-
Written by: MD. Nazrul Islam