ミュージックビデオ

ミュージックビデオ

クレジット

PERFORMING ARTISTS
Sabby
Sabby
Performer
Sabby Zaman
Sabby Zaman
Vocals
Aynus Tazwar Zeus
Aynus Tazwar Zeus
Guitar
Aarafat Bosnia
Aarafat Bosnia
Keyboards
COMPOSITION & LYRICS
Sabby Zaman
Sabby Zaman
Composer
PRODUCTION & ENGINEERING
Aynus Tazwar Zeus
Aynus Tazwar Zeus
Producer

歌詞

একটা, ছিলো কথা বলার
বলতে বলতে, হলো না যে শেষ।
একটা, দিন কাটছে আমার
একটা, দিন কাটছে সবার
একটা করেই কাটুক দিন
এই চলছি বেশ।
শহরে থাকা মেঘগুলো
সব যাচ্ছে উড়ে
অলিতে গলিতে থাকা কোলাহল
সব যাচ্ছে থেমে
হাঁটছি আমি পায়ে পায়ে
ধরছি ছদ্মবেশ
হাঁটছি আমি পায়ে পায়ে
ধরছি ছদ্মবেশ
Written by: Sabby Zaman
instagramSharePathic_arrow_out

Loading...