クレジット

PERFORMING ARTISTS
P Tune Studio
P Tune Studio
Performer
Sharmin Akter
Sharmin Akter
Performer
COMPOSITION & LYRICS
Rohan Raj
Rohan Raj
Songwriter

歌詞

তুমি দূরে আছো দূরেই থাকো
কাছে আইসো না
 তুমি দূরে আছো দূরেই থাকো
কাছে আইসো না
আমার মায়ায় পইরা যাইবা বন্ধুরে
বন্ধু মায়া হইলো দারুন যন্ত্রণা
আমার মায়ায় পইরা যাইবা বন্ধুরে বন্ধু
মায়া হইলো দারুন যন্ত্রণা
কাছে আসার পরেও
যদি করি গো আঘাত
মাঝখানে না মায়া যদি
ছাইড়া দিবো হাত
কাছে আসার পরেও
যদি করি গো আঘাত
মাঝখানে না মায়া যদি
ছাইড়া দিবো হাত
হৃদয় ভাইঙ্গা যাইবো তোমার
সইতে পারবানা
আমার মায়ায় পইরা যাইবা বন্ধুরে
বন্ধু মায়া হইলো দারুন যন্ত্রণা
মায়ার মানুষ চাঁদের মতই যতই দূরে রয়
তোমার সুখে আমি সুখী মরণ যদি হয়
মায়ার মানুষ চাঁদের মতই যতই দূরে রয়
তোমার সুখে আমি সুখী মরণ যদি হয়
তুমি অনেক ভালো থাকো করি প্রার্থনা
তুমি অনেক ভালো থাকো করি প্রার্থনা
আমার মায়ায় পইরা যাইবা বন্ধুরে
বন্ধু মায়া হইলো দারুন যন্ত্রণা
Written by: Rohan Raj
instagramSharePathic_arrow_out

Loading...