クレジット

PERFORMING ARTISTS
ZOOBAER
ZOOBAER
Rap
COMPOSITION & LYRICS
ZOOBAER
ZOOBAER
Composer
Ibne Zubaer
Ibne Zubaer
Songwriter
PRODUCTION & ENGINEERING
ZOOBAER
ZOOBAER
Producer

歌詞

ডানে বামে সবাই ব্যাস্ত
থাকলে সোজা জান।
সামনে গেলেই টংগের দোকান
কাপ টা ধুইয়া খান ।
দিনের বেলা কুপ্পি লয়া প্রশ্নের উত্তর
খুইজা জান।
জ্ঞ্যানের বাত্তি জইলা জাইবো এইটা
ভোল্টেজ ওলা গান।
পকেটেতে টাকা আছে টাকার উপ্রে দাম,
মনের খবর লয়না কেও তাই মনের চাক্কি জাম।
নৌকা পরে খাদে বেশি চালাক পরে ফাদে।
আমগো বাড়ির ছাদে
দুই টা কবুতর থাকে।
দানা দিলে বক বক বক বক
কইরা খালি ডাকে।
আমগো বাড়ির ছাদে
দুই টা কবুতর থাকে।
দানা দিলে বক বক বক বক
কইরা খালি ডাকে।
নরম নরম মোন আমার যদি কেউ ভাংগে,
এমন ভাবে অভিশাপ দিমু তারে সুখ উইড়া জাইবো চাংগে।
খারাপ লাগে যখন দেখি কেউ দুক্ষ লয়া কান্দে
যদি করন হয় ব্রেকাআপ তবে ১০০ বেগ এ টান্দে।
মাথার উপরে ছাদ আছে ছাদের উপ্রে বাম।
ভাংগা মোন আরো গুরা গুরা হইবো এটাই তো সিস্টাম
বিপদ যখন উপরে টারগেট কাকের মাথার টাকে ।
আমগো বাড়ির ছাদে
দুই টা কবুতর থাকে।
দানা দিলে বক বক বক বক
কইরা খালি ডাকে।
আমগো বাড়ির ছাদে
দুই টা কবুতর থাকে।
দানা দিলে বক বক বক বক
কইরা খালি ডাকে।
Written by: Ibne Zubaer, ZOOBAER
instagramSharePathic_arrow_out

Loading...