クレジット
PERFORMING ARTISTS
ANIMES ROY
Performer
COMPOSITION & LYRICS
Radharaman Dutta
Songwriter
PRODUCTION & ENGINEERING
ANIMES ROY
Producer
歌詞
শ্যাম কালিয়া সোনা বন্ধু রে
বন্ধু, নিরলে তোমারে পাইলাম না
শ্যাম কালিয়া সোনা বন্ধু রে
বন্ধু, নিরলে তোমারে পাইলাম না, হায়
নিরলে তোমারে পাইলাম না
ওরে আমার মনে যত দুঃখ
আমি কইতে পারলাম না, বন্ধু রে
বন্ধু, নিরলে তোমারে পাইলাম না
নিরলে তোমারে পাইলাম না
ফুলের আসন, ফুলের বসন রে বন্ধু
ফুলেরই বিছানা
ফুলের আসন, ফুলের বসন রে বন্ধু
ফুলেরই বিছানা
ওরে হৃদকমলে সোয়া চন্দন
আমি ছিটাইয়া দিলাম না বন্ধু রে
বন্ধু, নিরলে তোমারে পাইলাম না
নিরলে তোমায় পাইলাম না
ভাইবে রাধারমণ বলে রে বন্ধু
মনেতে ভাবিয়া
ভাইবে রাধারমণ বলে রে বন্ধু
মনেতে ভাবিয়া
"আমার নিভাছিলো মনের আগুন"
"ওরে কে দিলা জ্বালাইয়া, বন্ধু রে"
বন্ধু, নিরলে তোমারে পাইলাম না
নিরলে তোমায় পাইলাম না
শ্যাম কালিয়া সোনা বন্ধু রে
বন্ধু, নিরলে তোমারে পাইলাম না
নিরলে তোমারে পাইলাম না
Written by: Radharaman Dutta