ミュージックビデオ
ミュージックビデオ
クレジット
PERFORMING ARTISTS
Mohammad Asif Asgar
Acoustic Guitar
Nafeez Al Amin
Drums
Ahmed Aldnane Alam
Bass
COMPOSITION & LYRICS
Mohammad Asif Asgar
Songwriter
PRODUCTION & ENGINEERING
Mohammad Asif Asgar
Producer
A. K. Ratul
Engineer
Zakir Hossain
Engineer
歌詞
এই ব্যস্ত শহরে অপরিচিত ভিড়ে
হঠাৎ মনে পড়ে যায়
পুরোনো দিন কত রঙ্গিন
তাকে আটকে রাখি মায়ায়
হয়তো আমরা বহুদূর
ইশকুলের চৌকাঠ পেরিয়ে
এখনো একই মানুষ
এখনো বন্ধু
আয় আয় বন্ধুরা ফিরে আয়
শৈশব কৈশোরের ঠিকানায়
আর একটা দিন কাটুক না হয় সব ভুলে
আয় আয় বন্ধুরা ফিরে আয়
সবুজ মাঠের সোনালী ছায়ায়
হাসবো মোরা প্রান খুলে সবাই মিলে
পেছনে তাকালেই যেন এখনি ডাক দিবি
খাতার মাঝে চোখ ফাঁকি দেয়া কত না কাটাকাটি
অংক, বাংলা, ভূগোল, ধুর ছাই, কিছু মনে নাই
শুধু মনে আছে খোলা হাসি আর গান
এখনো একই মানুষ
এখনো বন্ধু
আয় আয় বন্ধুরা ফিরে আয়
শৈশব কৈশোরের ঠিকানায়
আর একটা দিন কাটুক না হয় সব ভুলে
আয় আয় বন্ধুরা ফিরে আয়
সবুজ মাঠের সোনালী ছায়ায়
হাসবো মোরা প্রান খুলে সবাই মিলে
যারা নেই আজ পাশে, তোরা থাকবি বেঁচে
সবসময় আমাদেরই মাঝে
আয় আয় বন্ধুরা ফিরে আয়
আয় আয় বন্ধুরা ফিরে আয়
শৈশব কৈশোরের ঠিকানায়
আর একটা দিন কাটুক না হয় সব ভুলে
আয় আয় বন্ধুরা ফিরে আয়
সবুজ মাঠের সোনালী ছায়ায়
হাসবো মোরা প্রান খুলে সবাই মিলে
আয় আয় বন্ধুরা ফিরে আয়
আয় আয় বন্ধুরা ফিরে আয়
আয় আয় বন্ধুরা ফিরে আয়
আয় আয় বন্ধুরা ফিরে আয়
Written by: Mohammad Asif Asgar