ミュージックビデオ
ミュージックビデオ
クレジット
PERFORMING ARTISTS
Shimul Hasan Baul
Performer
COMPOSITION & LYRICS
Arman Khan
Lyrics
Munshi Jewel
Composer
歌詞
কলিজাটা করলি ছিদ্র প্রেমের দোহায় দিয়া
প্রেম কি রে হয় কখনো মন না দিয়া
কোন সুখেতে ছাইড়া গিয়া আমায় মারিলি
মিথ্যা ভালোবাসা দিয়া অন্তর ভাঙ্গিলি
একদিন তুইও কাঁদবি যত আমায় কাঁদাইলি
মিথ্যা ভালোবাসা দিয়া অন্তর ভাঙ্গিলি
অন্তর ভাঙ্গা জীবনের কি কোন দাম হয়
বুইঝা গেছি স্বার্থ ছাড়া কেউ তো আপন নয়
কার আশাতে প্রেম নেশাতে আমায় ছাড়িলি
মিথ্যা ভালোবাসা দিয়া অন্তর ভাঙ্গিলি
একদিন তুইও কাঁদবি যত আমায় কাঁন্দাইলি
মিথ্যা ভালোবাসা দিয়া অন্তর ভাঙ্গিলি
এত কষ্ট পাওয়ার পরেও তোরে ভুলি নাই
তোরেই আপন করছিলাম তাই আপন কেউ আর নাই
কোন লোভেতে মন ভাঙ্গিয়া ছাড়িয়া গেলি
মিথ্যা ভালোবাসা দিয়া অন্তর ভাঙ্গিলি
একদিন তুইও কাঁদবি যত আমায় কাঁন্দাইলি
মিথ্যা ভালোবাসা দিয়া অন্তর ভাঙ্গিলি
Written by: Arman Khan, Munshi Jewel