album cover
Mone
2,451
Soundtrack
Moneは、アルバム『 』の一部として2003年9月5日にSony Music Entertainment India Pvt. Ltd.によりリリースされましたJuju
album cover
アルバムJuju
リリース日2003年9月5日
レーベルSony Music Entertainment India Pvt. Ltd.
メロディック度
アコースティック度
ヴァランス
ダンサビリティ
エネルギー
BPM80

クレジット

PERFORMING ARTISTS
Chandrabindoo
Chandrabindoo
Performer
COMPOSITION & LYRICS
Anindo
Anindo
Composer

歌詞

মন, হাওয়ায় পেয়েছি তোর নাম
মন, হাওয়ায় হারিয়ে ফেললাম
মন, হাওয়ায় পেয়েছি তোর নাম
মন, হাওয়ায় হারিয়ে ফেললাম
হাওয়া দিলো শিরশিরানি ডাক
হাওয়া দিলো ডানা
হাওয়া দিলো ছেঁড়া স্যান্ডেল
ভুল ঠিকানা
হাওয়া দিলো শিরশিরানি ডাক
হাওয়া দিলো ডানা
হাওয়া দিলো ছেঁড়া স্যান্ডেল
ভুল ঠিকানা
মন রে (মন রে)
হলুদ আলোয় হাওয়ার আবীর মাখলাম
মন, আলেয়া পোড়ালো খালি হাত
মন, জাগে না জাগে না সারারাত
মন, আলেয়া পোড়ালো খালি হাত
মন, জাগে না জাগে না সারারাত
জেগে থাকে ঘুম পাহাড়ের মন কেমন আলো
দূর দেশে ফিকে হওয়া রাত ডাক পাঠালো
জেগে থাকে ঘুম পাহাড়ের মন কেমন আলো
দূর দেশে ফিকে হওয়া রাত ডাক পাঠালো
মন রে (মন রে)
ঘুমের গোপনে তোমাকে আবার ডাকলাম
আদরের দাগ যদি মোছে
এই নাও কিছু ঘুমপাড়ানি গান আলগোছে
বোঝোনা এটুকু শিলালিপি
মন রে
ব্যথার আদরে অবুঝ আঙুল রাখলাম
মন, বুকের ভিতরে যে নরম
মন, ছুঁয়ো না ছুঁয়ো এরকম
মন, বুকের ভিতরে যে নরম
মন, ছুঁয়ো না ছুঁয়ো এরকম
ছুঁয়ে দিলে বুক কুরে কুরে খায় সোনাপোঁকা
বেপাড়ায় কাঁদবে না এমা ছিঃ ছিঃ বোকা
ছুঁয়ে দিলে বুক কুরে কুরে খায় সোনা পোঁকা
বেপাড়ায় কাঁদবে না এমা ছিঃ ছিঃ বোকা
মন রে
না হয় পকেটে খুচরো পাথর রাখলাম
Written by: Anindo
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...