album cover
Jhap
9
Pop
Jhapは、アルバム『 』の一部として2012年10月10日にSangeeta ComplexによりリリースされましたNa onko
album cover
アルバムNa onko
リリース日2012年10月10日
レーベルSangeeta Complex
メロディック度
アコースティック度
ヴァランス
ダンサビリティ
エネルギー
BPM65

クレジット

PERFORMING ARTISTS
Biplob
Biplob
Performer
COMPOSITION & LYRICS
Arman Khan
Arman Khan
Songwriter

歌詞

ঝাঁপ দিবি তো কোথায় দিবি, আগুনে না পানিতে?
ঝাঁপ দিবি তো কোথায় দিবি, আগুনে না পানিতে?
কার কথাতে লাড়িচাড়ি, কার কথাতে লড়িচড়ি?
কার কথাতে লাড়িচাড়ি, কার কথাতে লড়িচড়ি?
আয় না খুঁজি তারে, যাবি কে?
আয় না খুঁজি তারে, যাবি কে?
আয় না খুঁজি তারে, যাবি কে?
ঝাঁপ দিবি তো কোথায় দিবি, আগুনে না পানিতে?
ঝাঁপ দিবি তো কোথায় দিবি, আগুনে না পানিতে?
কার কথাতে লাড়িচাড়ি, কার কথাতে লড়িচড়ি?
কার কথাতে লাড়িচাড়ি, কার কথাতে লড়িচড়ি?
আয় না খুঁজি তারে, যাবি কে?
আয় না খুঁজি তারে, যাবি কে?
আয় না খুঁজি তারে, যাবি কে?
দূরের মানুষ দূরে থুইয়া, কাছের মানুষ বুকে লইয়া
ঘুম ধরে না রে, আমার ঘুম ধরে না রে
কার হুকুমে শেষ ঘুমামু, ধর না তারে
ও মনা, ধর না তারে
দূরের মানুষ দূরে থুইয়া, কাছের মানুষ বুকে লইয়া
ঘুম ধরে না রে, আমার ঘুম ধরে না রে
কার হুকুমে শেষ ঘুমামু, ধর না তারে
ও মনা, ধর না তারে
ঘুম দিবি তো কোথায় দিবি, এপারে না ওপারে?
ঘুম দিবি তো কোথায় দিবি, এপারে না ওপারে?
কার কথাতে লাড়িচাড়ি, কার কথাতে লড়িচড়ি?
কার কথাতে লাড়িচাড়ি, কার কথাতে লড়িচড়ি?
আয় না খুঁজি তারে, যাবি কে?
আয় না খুঁজি তারে, যাবি কে?
আয় না খুঁজি তারে, যাবি কে?
সোনার মহল জবর-দখল, আর কত যে অদল-বদল করবি এপারে
ও মনা, করবি এপারে
Cash memo-তে সিল দিবো কে গেলে ওই পারে?
ও মনা, গেলে ওই পারে
সোনার মহল জবর-দখল, আর কত যে অদল-বদল করবি এপারে
ও মনা, করবি এপারে
Cash memo-তে সিল দিবো কে গেলে ওই পারে?
ও মনা, গেলে ওই পারে
সিল দিবি তো কোথায় দিবি, এপারে না ওপারে?
সিল দিবি তো কোথায় দিবি, এপারে না ওপারে?
কার কথাতে লাড়িচাড়ি, কার কথাতে লড়িচড়ি?
কার কথাতে লাড়িচাড়ি, কার কথাতে লড়িচড়ি?
আয় না খুঁজি তারে, যাবি কে?
আয় না খুঁজি তারে, যাবি কে?
আয় না খুঁজি তারে, যাবি কে?
ঝাঁপ দিবি তো কোথায় দিবি, আগুনে না পানিতে?
ঝাঁপ দিবি তো কোথায় দিবি, আগুনে না পানিতে?
Written by: Arman Khan
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...