가사
মম অন্তর উদাসে
মম অন্তর উদাসে
পল্লবমর্মরে কোন চঞ্চল বাতাসে
মম অন্তর উদাসে
মম অন্তর উদাসে
জ্যোৎস্নাজড়িত নিশা
ঘুমে জাগরণে মিশা
বিহ্বল আকুল কার
অঞ্চলসুবাসে
মম অন্তর উদাসে
মম অন্তর উদাসে
থাকিতে না দেয় ঘরে, কোথায় বাহির করে
সুন্দর সুদূরে কোন নন্দন-আকাশে
থাকিতে না দেয় ঘরে, কোথায় বাহির করে
সুন্দর সুদূরে কোন নন্দন-আকাশে
অতীত দিনের পারে
স্মরণসাগর-ধারে
বেদনা লুকানো কোন
ক্রন্দন-আভাসে
মম অন্তর উদাসে
মম অন্তর উদাসে
পল্লবমর্মরে কোন চঞ্চল বাতাসে
মম অন্তর উদাসে
মম অন্তর উদাসে
Written by: Robindranath Tagore