크레딧
실연 아티스트
Kona
실연자
작곡 및 작사
Fokir Lalon Shai
작사가 겸 작곡가
가사
এমন মানব জীবন আর কি হবে
মন যা কর তরায় কর এই ভবে
এই ভবে, এই ভবে, এই ভবে
এমন মানব জীবন আর কি হবে
মন যা কর তরায় কর এই ভবে
এমন মানব জীবন আর কি হবে
মন যা কর তরায় কর এই ভবে
অনন্ত রুপ সৃষ্টি করলেন সাঁই
শুনি মানবের উত্তম কিছুই নাই
অনন্ত রুপ সৃষ্টি করলেন সাঁই
শুনি মানবের উত্তম কিছুই নাই
দেব দেবতাগণ করে অরাধন জন্ম নিতে মানবে
মন যা কর তরায় কর এই ভবে
এমন মানব জীবন আর কি হবে
মন যা কর তরায় কর এই ভবে
কত ভাগ্যের ফলে না জানি
মন রে পেয়েছ এই মানব তরনি
কত ভাগ্যের ফলে না জানি
মন রে পেয়েছ এই মানব তরনি
বেয়ে যাও তরার তরি
সুধারায় যেন ভরা না ডোবে
মন যা কর তরায় কর এই ভবে
এমন মানব জীবন আর কি হবে
মন যা কর তরায় কর এই ভবে
এই মানুষে হবে মাধুর্য ভজন
তাইতে মানুষরূপ গঠল নিরঞ্জন
এই মানুষে হবে মাধুর্য ভজন
তাইতে মানুষরূপ গঠল নিরঞ্জন
এবার ঠকলেও না দেখি কিনার
অধীন লালন তাই ভাবে
এবার ঠকলেও না দেখি কিনার
অধীন লালন তাই ভাবে
মন যা কর তরায় কর এই ভবে
এমন মানব জীবন আর কি হবে
মন যা কর তরায় কর এই ভবে
এমন মানব জীবন আর কি হবে
মন যা কর তরায় কর এই ভবে
Written by: Fokir Lalon Shai