가사
কোথা হতে বাজে প্রেমবেদনা রে
কোথা হতে বাজে প্রেমবেদনা রে
ধীরে ধীরে বুঝি অন্ধকারঘন
হৃদয়-অঙ্গনে আসে সখা মম
কোথা হতে বাজে প্রেমবেদনা রে
কোথা হতে বাজে প্রেমবেদনা রে
ধীরে ধীরে বুঝি অন্ধকারঘন
হৃদয়-অঙ্গনে আসে সখা মম
কোথা হতে বাজে প্রেমবেদনা রে
কোথা হতে বাজে প্রেমবেদনা রে
সকল দৈন্য তব দূর করো ওরে,
জাগো সুখে ওরে প্রাণ
সকল দৈন্য তব দূর করো ওরে,
জাগো সুখে ওরে প্রাণ
সকল প্রদীপ তব জ্বালো রে, জ্বালো রে
সকল প্রদীপ তব জ্বালো রে, জ্বালো রে
ডাকো আকুল স্বরে, এসো হে প্রিয়তম
ডাকো আকুল স্বরে, এসো হে প্রিয়তম
কোথা হতে বাজে প্রেমবেদনা রে
কোথা হতে বাজে প্রেমবেদনা রে
সকল দৈন্য তব দূর করো ওরে,
জাগো সুখে ওরে প্রাণ
সকল দৈন্য তব দূর করো ওরে,
জাগো সুখে ওরে প্রাণ
সকল প্রদীপ তব জ্বালো রে, জ্বালো রে
সকল প্রদীপ তব জ্বালো রে, জ্বালো রে
ডাকো আকুল স্বরে, এসো হে প্রিয়তম
ডাকো আকুল স্বরে, এসো হে প্রিয়তম
কোথা হতে বাজে প্রেমবেদনা রে
কোথা হতে বাজে প্রেমবেদনা রে
ধীরে ধীরে বুঝি অন্ধকারঘন
হৃদয়-অঙ্গনে আসে সখা মম
কোথা হতে বাজে প্রেমবেদনা রে
কোথা হতে বাজে প্রেমবেদনা রে
Written by: Rabindranath Tagore