크레딧
가사
নিমেষের তরে শরমে বাধিল
মরমের কথা হল না
নিমেষের তরে শরমে বাধিল
মরমের কথা হল না
জনমের তরে তাহারি লাগিয়ে
রহিল মরম-বেদনা
নিমেষের তরে শরমে বাধিল
মরমের কথা হল না
নিমেষের তরে শরমে বাধিল
মরমের কথা হল না
চোখে চোখে সদা রাখিবারে সাধ
পলক পড়িল, ঘটিল বিষাদ
চোখে চোখে সদা রাখিবারে সাধ
পলক পড়িল, ঘটিল বিষাদ
মেলিতে নয়ন মিলালো স্বপন
মেলিতে নয়ন মিলালো স্বপন
এমনি প্রেমের ছলনা
নিমেষের তরে শরমে বাধিল
মরমের কথা হল না
নিমেষের তরে শরমে বাধিল
মরমের কথা হল না
জনমের তরে তাহারি লাগিয়ে
রহিল মরম-বেদনা
নিমেষের তরে শরমে বাধিল
মরমের কথা হল না
নিমেষের তরে শরমে বাধিল
মরমের কথা হল না

