가사
তোমার আনন্দ ওই গো
তোমার আনন্দ ওই এল দ্বারে
এল এল এল গো, ওগো পুরবাসী
ওগো পুরবাসী
তোমার আনন্দ ওই গো
তোমার আনন্দ ওই এল দ্বারে
এল এল এল গো, ওগো পুরবাসী
বুকের আঁচলখানি, সুখের আঁচলখানি
দুখের আঁচলখানি ধুলায় পেতে আঙিনাতে মেলো গো
আনন্দ ওই এল দ্বারে
এল এল এল গো, ওগো পুরবাসী
ওগো পুরবাসী
তোমার আনন্দ ওই গো
তোমার আনন্দ ওই এল দ্বারে
এল এল এল গো, ওগো পুরবাসী
সেচন কোরো, তার পথে পথে সেচন কোরো
পা ফেলবে যেথায় সেচন কোরো গন্ধবারি
মলিন না হয় চরণ তারি
তোমার সুন্দর ওই গো
তোমার সুন্দর ওই এল দ্বারে
এল এল এল গো
হৃদয়খানি, আকুল হৃদয়খানি সম্মুখে তার ছড়িয়ে ফেলো
রেখো না, রেখো না গো ধরে, ছড়িয়ে ফেলো, ফেলো গো
আনন্দ ওই এল দ্বারে
এল এল এল গো, ওগো পুরবাসী
ওগো পুরবাসী
তোমার আনন্দ ওই গো
তোমার আনন্দ ওই এল দ্বারে
এল এল এল গো, ওগো পুরবাসী
তোমার সকল ধন যে ধন্য হল, হল গো
বিশ্বজনের কল্যাণে আজ ঘরের দুয়ার, ঘরের দুয়ার খোলো গো
সকল ধন যে ধন্য হল, হল গো
রাঙা হল, রঙে রঙে রাঙা হল
কার হাসির রঙে
হেরো রাঙা হল সকল গগন
চিত্ত হল পুলক-মগন
তোমার নিত্য আলো এল দ্বারে
এল এল এল গো
পরান-প্রদীপ, তোমার পরান-প্রদীপ তুলে ধোরো ওই আলোতে
রেখো না, রেখো না গো দূরে ওই আলোতে জ্বেলো গো
আনন্দ ওই এল দ্বারে
এল এল এল গো, ওগো পুরবাসী
ওগো পুরবাসী
তোমার আনন্দ ওই গো
তোমার আনন্দ ওই এল দ্বারে
এল এল এল গো, ওগো পুরবাসী
Written by: Rabindranath Tagore


