크레딧
실연 아티스트
Suchitra Mitra
실연자
작곡 및 작사
R.타고르
작사가 겸 작곡가
가사
সকল জনম ভরে
ও মোর দরদিয়া
কাঁদি কাঁদাই তোরে
ও মোর দরদিয়া
ও মোর দরদিয়া
আছ হৃদয়-মাঝে
সেথা কতই ব্যথা বাজে
ওগো এ কি তোমায় সাজে
ও মোর দরদিয়া
ও মোর দরদিয়া
এই দুয়ার-দেওয়া ঘরে
কভু আঁধার নাহি সরে
তবু আছ তারি 'পরে
ও মোর দরদিয়া
এই দুয়ার-দেওয়া ঘরে
কভু আঁধার নাহি সরে
তবু আছ তারি 'পরে
ও মোর দরদিয়া
সেথা আসন হয় নি পাতা
সেথা মালা হয় নি গাঁথা
আমার লজ্জাতে হেঁট মাথা
ও মোর দরদিয়া
ও মোর দরদিয়া
Written by: Rabindranath Tagore