가사
তোমারি ঝরনাতলার নির্জনে
মাটির এই কলস আমার
ছাপিয়ে গেল কোন ক্ষণে
তোমারি ঝরনাতলার নির্জনে
মাটির এই কলস আমার
ছাপিয়ে গেল কোন ক্ষণে
তোমারি ঝরনাতলার নির্জনে
রবি ওই অস্তে নামে শৈলতলে
বলাকা কোন গগনে উড়ে চলে
রবি ওই অস্তে নামে শৈলতলে
বলাকা কোন গগনে উড়ে চলে
আমি এই করুণ ধারার কলকলে
নীরবে কান পেতে রই আনমনে
তোমারি ঝরনাতলার নির্জনে
দিনে মোর যা প্রয়োজন
বেড়াই তারি খোঁজ করে
মেটে বা নাই মেটে তা
ভাবব না আর তার তরে
দিনে মোর যা প্রয়োজন
বেড়াই তারি খোঁজ করে
মেটে বা নাই মেটে তা
ভাবব না আর তার তরে
সারাদিন অনেক ঘুরে দিনের শেষে
এসেছি সকল চাওয়ার বাহির-দেশে
সারাদিন অনেক ঘুরে দিনের শেষে
এসেছি সকল চাওয়ার বাহির-দেশে
নেব আজ অসীম ধারার তীরে এসে
প্রয়োজন ছাপিয়ে যা দাও সেই ধনে
তোমারি ঝরনাতলার নির্জনে
মাটির এই কলস আমার
ছাপিয়ে গেল কোন ক্ষণে
তোমারি ঝরনাতলার নির্জনে
Written by: Rabindranath Tagore


