가사
আ... আ...
বয়স যদিও ছাপ্পান্ন
কিন্তু এখন ছিয়াশি
বয়স যদিও ছাপ্পান্ন
কিন্তু এখন ছিয়াশি
আমি চঞ্চল নই হে এক্ষণ
নই সুদূরের প্রিয়াসি
বয়স যদিও ছাপ্পান্ন
কিন্তু এখন ছিয়াশি
আমি চঞ্চল নই হে এক্ষণ
নই সুদূরের প্রিয়াসি
আ... আ...
খাতার সাদা পাতার মতো
কাটাই একইরকম দিন
খাতার সাদা পাতার মতো
কাটাই একইরকম দিন
নিশ্বাস প্রশ্বাস heart-এর ধুকপুক
এই তো জীবন স্বপ্নহীন
নিশ্বাস প্রশ্বাস heart-এর ধুকপুক
এই তো জীবন স্বপ্নহীন
তবুও যখন ঘিরে ধরে
তোদের মতো টাটকা প্রাণ
তবুও যখন ঘিরে ধরে
তোদের মতো টাটকা প্রান
অতীত তখন থাকি না
ওই জল জ্যান্ত বর্তমান
তবুও যখন ঘিরে ধরে
তোদের মতো টাটকা প্রাণ
অতীত তখন থাকি না
ওই জল জ্যান্ত বর্তমান
আ... আ...
তোদের দেওয়া চোখে তখন
দেখতে থাকি ভাবি কাল
বলে উঠি তৈরি আমি
কোথায় নিয়ে যাবি কাল
তোদের দেওয়া চোখে তখন
দেখতে থাকি ভাবি কাল
বলে উঠি তৈরি আমি
কোথায় নিয়ে যাবি কাল
বয়স যদিও ছাপ্পান্ন
কিন্তু এখন ছত্রিশ
বয়স যদিও ছাপ্পান্ন
কিন্তু এখন ছত্রিশ
ছয় ষোল আর ছাব্বিশেরা
যদি একটু শক্তি দিস
বয়স যদিও ছাপ্পান্ন
কিন্তু এখন ছত্রিশ
ছয় ষোল আর ছাব্বিশেরা
যদি একটু শক্তি দিস
Written by: Pratul Mukherjee


