가사
ক'টা ঘরে আগুন লাগালে? পুড়িয়ে মারলে ক'হাজার?
দেখি ঘরে-বাইরে তাকালে জ্বলে ঘর আবার আমার
ক'টা ঘরে আগুন লাগালে? পুড়িয়ে মারলে ক'হাজার?
দেখি ঘরে-বাইরে তাকালে জ্বলে ঘর আবার আমার
সালাম সংখ্যাগুরু দল, আদাব জানাই তোমাদের
আমি আয়েশা আনোয়ার, আমি গ্রাহাম শমসের
আমি আজান দিয়ে থাকি, আমি যিশুর পায়ে নত
যত মত তত পথ নাকি রামকৃষ্ণর কথামতো
হরি ওম তৎ সৎ-এ আমি, বড়ে গোলাম আলীর গোলাম
বাগদেবী চরণে প্রণামী দিয়ে দিয়ে সুমন হলাম
আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে সবার পোড়া ঘরে
যেখানে কবীর গান গায়, সেখানে লালন ঘর করে
Written by: Kabir Suman