크레딧
실연 아티스트
Hridoy Khan
리드 보컬
Alvee
리드 보컬
작곡 및 작사
Hridoy Khan
작사가 겸 작곡가
Goonjohn Rahman
작사가 겸 작곡가
가사
Yo, it's Hridoy featuring, aha
ছায়া সরে যায়
কায়া করে হায় হায়
মায়াবিনী আলো ছায়ায়
কি করি উপায়
তার দু'টি হাতে পায়ে
ধরে বলি ক্ষম আমায়
ওই নেশা ভরা চোখ
চেয়ে থাকে অপলক
আমি পারিনা পারিনা ফেরাতে একি পলক
মায়াবনবিহারিণী গহনস্বপনসঞ্চারিণী
মায়াবনবিহারিণী গহনস্বপনসঞ্চারিণী
সয়না এ দোটানা
দিন গুণে গুণে নিরলে একা
ভালো না লেনাদেনা
কেন বেলা অবেলা দিলে না দেখা
এই আশাভরা মন ভালোবাসারই কারণ
আমি পারিনা পারিনা ফেরাতে আমার এ মন
মায়াবনবিহারিণী গহনস্বপনসঞ্চারিণী
মায়াবনবিহারিণী গহনস্বপনসঞ্চারিণী
কাটেনা এ দোটানা
তাই করে দিলাম হৃদয় উজার
চলে না লেনাদেনা
বেচাকেনা তো নয় প্রেমেরই বাজার
এই আশাভরা মন ভালোবাসারই কারণ
আমি পারিনা পারিনা ফেরাতে আমারই মন
মায়াবনবিহারিণী গহনস্বপনসঞ্চারিণী
মায়াবনবিহারিণী গহনস্বপনসঞ্চারিণী
মায়াবনবিহারিণী গহনস্বপনসঞ্চারিণী
মায়াবনবিহারিণী গহনস্বপনসঞ্চারিণী
Written by: Goonjohn Rahman, Hridoy Khan

