뮤직 비디오

Ami Chole Gele (Pashaner Buke Likho Na) | Satinath Mukherjee | Audio
{artistName}의 {trackName} 뮤직 비디오 보기

크레딧

실연 아티스트
Satinath Mukherjee
Satinath Mukherjee
실연자
작곡 및 작사
Shyamlal Gupta Prashad
Shyamlal Gupta Prashad
송라이터

가사

আমি চলে গেলে পাষাণের বুকে লিখো না আমার নাম বিদায়ের আগে শুধু ওগো এই মিনতি করে গেলাম আমি চলে গেলে... সারাটি জীবন চেয়েছি কেবল কারো নয়নের এক ফোঁটা জল একটি দীর্ঘ নিশ্বাস আমার সকল গানের দান পাষানের বুকে লিখো না আমার নাম বিদায়ের আগে শুধু ওগো এই মিনতি করে গেলাম আমি চলে গেলে... আমি যে দেখেছি মধু বসন্তে মধু বসন্তে আমি যে দেখেছি মধু বসন্তে মরা ফুল আছে পড়ে সবুজ বনের স্নিগ্ধ ছায়ায় ঘর ভেঙ্গে গেছে ঝড়ে আমি যে শুনেছি সুখের বাসরে দুঃখের রাগিণী হাহাকার করে যে ব্যথা মহান তারই পায়ে আমি জানায়ে গেছি প্রণাম পাষাণের বুকে লিখো না আমার নাম বিদায়ের আগে শুধু ওগো এই মিনতি করে গেলাম আমি চলে গেলে...
Writer(s): Satinath Mukherjee, Shyamal Gupta Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out