가사

রাধিকা বিহনে কাঁদে রাধিকা-রমণ শ্রীমতি বিহনে কাঁদে শ্রীমধুসূদন রাধিকা বিহনে কাঁদে রাধিকা-রমণ বাঁশরী বাজে না আর যমুনা তীরে যমুনা তীরে বাঁশরী বাজে না আর যমুনা তীরে মাধব বিরহে কাঁদে মধু বৃন্দাবন কাঁদে রাধিকা-রমণ না শুনে আজ শ্যামের বেণু চরে না মাঠে গোঠের ধেনু না শুনে আজ শ্যামের বেণু না শুনে আজ শ্যামের বেণু চরে না মাঠে গোঠের ধেনু ফুলের ঝুলনা কাঁদে কদমের শাখে ফুলের ঝুলনা কাঁদে কমলের ঝুলনা কাঁদে ঝুলনা, ঝুলনা কাঁদে ফুলের ঝুলনা কাঁদে কদমের শাখে মাধবী নিশীথে নাহি মধুর মিলন কাঁদে রাধিকা-রমণ
Writer(s): Anil Bhattacharya, Nirmal Bhattacharya Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out