가사
বর্ষণমন্দ্রিত অন্ধকারে এসেছি তোমারি এ দ্বারে
পথিকেরে লহো ডাকি তব মন্দিরের এক ধারে
বর্ষণমন্দ্রিত অন্ধকারে এসেছি
বনপথ হতে, সুন্দরী, এনেছি মল্লিকামঞ্জলী
তুমি লবে নিজ বেণীবন্ধে, মনে রেখেছি এ দুরাশারে
বর্ষণমন্দ্রিত অন্ধকারে এসেছি
কোনো কথা নাহি বলে ধীরে ধীরে ফিরে যাব চলে
কোনো কথা নাহি বলে ধীরে ধীরে ফিরে যাব চলে
ঝিল্লিঝঙ্কৃত নিশীথে পথে যেতে বাঁশরিতে
শেষ গান পাঠাব তোমা-পানে শেষ উপহারে
বর্ষণমন্দ্রিত অন্ধকারে এসেছি তোমারি এ দ্বারে
পথিকেরে লহো ডাকি তব মন্দিরের এক ধারে
বর্ষণমন্দ্রিত অন্ধকারে এসেছি
Written by: Rabindranath Tagore