크레딧
실연 아티스트
Subir Nondi
실연자
작곡 및 작사
Abdur Rashid Shukulla
작곡가
Amitav Das Himun
작사가 겸 작곡가
가사
কিছু কিছু মানুষেরা হারে না
কিছু কিছু মানুষেরা হারে না
অহংকারী বললে বলুক লোকে
অহংকারী বললে বলুক লোকে
করুণার পিছুডাকে ফেরে না, ফেরে না
কিছু কিছু মানুষেরা হারে না
কিছু কিছু মানুষেরা হারে না
ভালোবেসে ভালোবাসা পেলে
মমতার বন্ধনে জড়িয়ে নিলে
ভালোবেসে ভালোবাসা পেলে
মমতার বন্ধনে জড়িয়ে নিলে
শত ঝড়-ঝঞ্ঝায়, প্ৰলোভনে
সে বাঁধন ছেড়ে না, না, না
কিছু কিছু মানুষেরা হারে না
কিছু কিছু মানুষেরা হারে না
অবিশ্বাসের ছায়া কাঁপলে চোখে
সাজানো বাগান পেছনে রেখে
অবিশ্বাসের ছায়া কাঁপলে চোখে
সাজানো বাগান পেছনে রেখে
চলে যায় একা ফেলে
কোনোদিনও দুঃখের ছায়া পড়ে না, না, না
কিছু কিছু মানুষেরা হারে না
কিছু কিছু মানুষেরা হারে না
অহংকারী বললে বলুক লোকে
অহংকারী বললে বলুক লোকে
করুণার পিছুডাকে ফেরে না, ফেরে না
কিছু কিছু মানুষেরা হারে না
কিছু কিছু মানুষেরা হারে না
Written by: Abdur Rashid Shukulla, Amitav Das Himun

