가사
সেই যে গেলে আমাকে ফেলে
আর তো ফিরে এলে না
সেই যে গেলে আমাকে ফেলে
আর তো ফিরে এলে না
কী দোষে বলো কাঁদালে আমায়
করলে আমার সাথে প্রতারণা
সেই যে গেলে আমাকে ফেলে
আর তো ফিরে এলে না
তোমাকে চিনতে করেছি ভুল
তাই তো দিয়ে যাই ভুলেরই মাশুল
তোমাকে চিনতে করেছি ভুল
তাই তো দিয়ে যাই ভুলেরই মাশুল
কষ্ট জমে আছে হৃদয়মাঝে
দুঃখ আমায় কভু ছাড়ে না
সেই যে গেলে আমাকে ফেলে
আর তো ফিরে এলে না
দিয়েছো আমায় কত প্রতিশ্রুতি
আজ সব হয়ে গেছে শুধুই স্মৃতি
দিয়েছো আমায় কত প্রতিশ্রুতি
আজ সব হয়ে গেছে শুধুই স্মৃতি
বাঁচবো কেমনে তোমাকে ছাড়া
সে কথা একটুও ভাবলে না
সেই যে গেলে আমাকে ফেলে
আর তো ফিরে এলে না
সেই যে গেলে আমাকে ফেলে
আর তো ফিরে এলে না
কী দোষে বলো কাঁদালে আমায়
করলে আমার সাথে প্রতারণা
সেই যে গেলে আমাকে ফেলে
আর তো ফিরে এলে না
Written by: Pradip Shaha, Rajesh Ghosh


