가사
পিউ পিউ, পিউ পিউ
গায় পাপিয়া কার লাগিয়া?
সে বুঝি রে আমারই পিয়া
সে বুঝি রে আমারই পিয়া
পিউ পিউ, পিউ পিউ
সে বুঝি কোন চম্পাবনে
বাসর জাগে ফুলশয়নে
সে বুঝি কোন চম্পাবনে
বাসর জাগে ফুলশয়নে
ঘুম নাহি তাই মোর নয়নে
গানের সাথে, গানের সাথে রয় জাগিয়া
সে বুঝি রে আমারই পিয়া
সে বুঝি রে আমারই পিয়া
পিউ পিউ, পিউ পিউ
সে আর জনমের সঙ্গিনীরে
এই জনমে চিনবে কি রে?
আর জনমের সঙ্গিনীরে
এই জনমে চিনবে কি রে?
কণ্ঠে তাহার পরিয়ে দেব
চম্পা ফুলের, চম্পা ফুলের হার গাঁথিয়া
সে বুঝি রে আমারই পিয়া
সে বুঝি রে আমারই পিয়া
পিউ পিউ, পিউ পিউ
জাগবে রাতে বনের পাখি
আঁখির সাথে মিলবে আঁখি
জাগবে রাতে বনের পাখি
আঁখির সাথে মিলবে আঁখি
একটি হৃদয় গান শোনাবে
একটি হৃদয় গান শোনাবে
শুনবে সে গান, আর শুনবে সে গান একটি হিয়া
সে বুঝি রে আমারই পিয়া
সে বুঝি রে আমারই পিয়া
পিউ পিউ, পিউ পিউ
গায় পাপিয়া কার লাগিয়া?
সে বুঝি রে আমারই পিয়া
সে বুঝি রে আমারই পিয়া
পিউ পিউ, পিউ পিউ
পিউ পিউ, পিউ পিউ
Written by: Kamal Das Gupta, Pranab Roy