크레딧

실연 아티스트
Debabrata Biswas
Debabrata Biswas
실연자
작곡 및 작사
R.타고르
작사가 겸 작곡가

가사

ঝরঝর বরিষে বারিধারা
ঝরঝর বরিষে বারিধারা
হায় পথবাসী, হায় গতিহীন, হায় গৃহহারা
ঝরঝর বরিষে বারিধারা
ঝরঝর বরিষে
ফিরে বায়ু হাহাস্বরে
ফিরে বায়ু হাহাস্বরে
ডাকে কারে জনহীন অসীম প্রান্তরে
রজনী আঁধারা
রজনী আঁধারা
হায় পথবাসী, হায় গতিহীন, হায় গৃহহারা
ঝরঝর বরিষে বারিধারা
ঝরঝর বরিষে
অধীরা যমুনা তরঙ্গ-আকুলা অকূলা রে
তিমিরদুকূলা রে
অধীরা যমুনা তরঙ্গ-আকুলা অকূলা রে
তিমিরদুকূলা রে
নিবিড় নীরদ গগনে গরগর গরজে সঘনে
নিবিড় নীরদ গগনে গরগর গরজে সঘনে
চঞ্চলচপলা চমকে
চঞ্চলচপলা চমকে, নাহি শশীতারা
হায় পথবাসী, হায় গতিহীন, হায় গৃহহারা
ঝরঝর বরিষে বারিধারা
ঝরঝর বরিষে বারিধারা
ঝরঝর বরিষে
Written by: Rabindranath Tagore
instagramSharePathic_arrow_out

Loading...