크레딧
작곡 및 작사
Arthish Banerjee
작사가 겸 작곡가
Joel Damian Rodrigues
작사가 겸 작곡가
Himaghna Ribhu Maitra
작사가 겸 작곡가
Aditya Majumdar
작사가 겸 작곡가
Henry Gomes
작사가 겸 작곡가
가사
সব দুঃখ আর সব বেদনা
আর যা-যা ছিল আন্তরিক
রাখবে সব-ই খুব সাবধানে
আগামী পুজোর diary
অনিশ্চয়তার এই সময়
উদ্ভ্রান্তদের শব্দচয়ন
বিষন্নতার ঠাকুরদালানে
খুঁজছে তোমার ওই নয়ন
চলো স্বপ্নে উড়ি
রঙিন গানে ভরি
নতুন পুজোর Diary
দেখো ওই আকাশে
ধ্রূবতারাও হাসে
আঁকড়ে পুজোর Diary!
আমার, তোমার
আমাদেরই সবার
তোমার মতন, আছো তুমি
তবু আছো আমার পাশে
যতই দূরত্ব ঘনায় মেঘ
নীল আকাশের আশ্বিন মাসে
যদি ঘৃণা কিংবা বিভেদ
থাকে তোমার ওই মনেতে
ছুঁড়ে ফেলে দিও দূরে
বিসর্জনের দিন গঙ্গা তে
চলো স্বপ্নে উড়ি
রঙিন গানে ভরি
নতুন পুজোর Diary
দেখো ওই আকাশে
ধ্রূবতারাও হাসে
আঁকড়ে পুজোর diary!
আসুক কঠিন সময়
কিংবা আসুক প্রলয়
তোমার আগমনীর
থাকব অপেক্ষায়
চলো স্বপ্নে উড়ি
রঙিন গানে ভরি
নতুন পুজোর Diary
দেখো ওই আকাশে
ধ্রূবতারাও হাসে
আঁকড়ে পুজোর diary!
Written by: Aditya Majumdar, Arthish Banerjee, Henry Gomes, Himaghna Ribhu Maitra, Joel Damian Rodrigues