가사
ছায়া ঘনাইছে বনে বনে
গগনে গগনে ডাকে দেয়া
ছায়া ঘনাইছে বনে বনে
কবে নবঘন-বরিষনে
গোপনে গোপনে এলি কেয়া
ছায়া ঘনাইছে বনে বনে
গগনে গগনে ডাকে দেয়া
ছায়া ঘনাইছে বনে বনে
পুরবে নীরব ইশারাতে
একদা নিদ্রাহীন রাতে
পুরবে নীরব ইশারাতে
একদা নিদ্রাহীন রাতে
হাওয়াতে কী পথে দিলি খেয়া
আষাঢ়ের খেয়ালের কোন খেয়া
ছায়া ঘনাইছে বনে বনে
গগনে গগনে ডাকে দেয়া
ছায়া ঘনাইছে বনে বনে
যে মধু হৃদয়ে ছিল মাখা
কাঁটাতে কী ভয়ে দিলি ঢাকা
যে মধু হৃদয়ে ছিল মাখা
কাঁটাতে কী ভয়ে দিলি ঢাকা
বুঝি এলি যার অভিসারে
মনে মনে দেখা হলো তারে
বুঝি এলি যার অভিসারে
মনে মনে দেখা হলো তারে
আড়ালে আড়ালে দেয়া-নেয়া
আপনায় লুকায়ে দেয়া-নেয়া
ছায়া ঘনাইছে বনে বনে
গগনে গগনে ডাকে দেয়া
ছায়া ঘনাইছে বনে বনে
কবে নবঘন-বরিষনে
গোপনে গোপনে এলি কেয়া
ছায়া ঘনাইছে বনে বনে
গগনে গগনে ডাকে দেয়া
ছায়া ঘনাইছে বনে বনে
Written by: Rabindranath Tagore