크레딧

실연 아티스트
Roma Mondal
Roma Mondal
리드 보컬
작곡 및 작사
R.타고르
작곡가
프로덕션 및 엔지니어링
Gopa Roy
Gopa Roy
프로듀서

가사

এই লভিনু সঙ্গ তব
সুন্দর হে সুন্দর
পুণ্য হল অঙ্গ মম
ধন্য হল অন্তর
সুন্দর হে সুন্দর
এই লভিনু সঙ্গ তব
আলোকে মোর চক্ষুদুটি
মুগ্ধ হয়ে উঠল ফুটি
আলোকে মোর চক্ষুদুটি
মুগ্ধ হয়ে উঠল ফুটি
হৃদগগনে পবন হল
সৌরভেতে মন্থর
সুন্দর হে সুন্দর
এই লভিনু সঙ্গ তব
এই তোমারি পরশরাগে
চিত্ত হল রঞ্জিত
এই তোমারি মিলনসুধা
রইল প্রাণে সঞ্চিত
এই তোমারি পরশরাগে
চিত্ত হল রঞ্জিত
এই তোমারি মিলনসুধা
রইল প্রাণে সঞ্চিত
তোমার মাঝে এমনি করে
নবীন করি লও যে মোরে
তোমার মাঝে এমনি করে
নবীন করি লও যে মোরে
এই জনমে ঘটালে মোর
জন্ম-জনমান্তর
সুন্দর হে সুন্দর
এই লভিনু সঙ্গ তব
সুন্দর হে সুন্দর
পুণ্য হল অঙ্গ মম
ধন্য হল অন্তর
সুন্দর হে সুন্দর
এই লভিনু সঙ্গ তব
Written by: Rabindranath Tagore
instagramSharePathic_arrow_out

Loading...