가사
দীপ জ্বেলে যাই, দীপ জ্বেলে যাই
নিভে আসা তারায় তারায়
জানি না কেন তোমাকে চেয়ে
স্বপ্ন সাজাই কী আশায়
দীপ জ্বেলে যাই, দীপ জ্বেলে যাই
সপ্তর্ষির রেখা এঁকে
ছিন্ন মেঘের আড়াল থেকে
ডেকেছিলাম ইশারাতে
অবুঝ হওয়ার আনাগোনা
হাজার তারার আলোর কণা
লিখে গেলাম আজ এ রাতে
লিখে গেলাম আজ এ রাতে
চেয়েছি যা বলতে তোমায়
স্বপ্ন সাজাই কী আশায়
দীপ জ্বেলে যাই, দীপ জ্বেলে যাই
ভালোবাসার অজুহাতে
তোমাকে ভাবছি এই রাতে
হঠাৎ হওয়ায় তোমারই আবেশ
নীরব কথায়, অভিমানে
সারা রাত জাগে গানে গানে
তুমিও কি চাও তার কিছু রেশ?
তুমিও কি চাও তার কিছু রেশ?
ভুলেছি সময়-অসময়
স্বপ্ন সাজাই কী আশায়?
দীপ জ্বেলে যাই, দীপ জ্বেলে যাই
নিভে আসা তারায় তারায়
জানি না কেন তোমাকে চেয়ে
স্বপ্ন সাজাই কী আশায়
দীপ জ্বেলে যাই, দীপ জ্বেলে যাই
দীপ জ্বেলে যাই, দীপ জ্বেলে যাই
Written by: Pulak Sarkar, Tapas Chakraborty