크레딧
실연 아티스트
Sahil Sanjan
실연자
작곡 및 작사
Piran Khan
작사가 겸 작곡가
Tanjib Sourav
작사가 겸 작곡가
가사
দূরে-দূরে কেন থাক?
পাশে এসে হাতটি ধর
চোখে চোখ রেখে বলো ভালোবাসো
Class-এর ফাঁকে তোমায়
দেখে প্রথম প্রেমে পড়া
তোমায় দেখে ভালো লাগা
তোমায় ঘিরে সব চাওয়া
তুমি দূর থেকে কেন হাসো
আড়াল থেকে আমায় কাছে ডাকো?
কিছু মেঘ অগোচরে
ঠিক বৃষ্টি নামার পরে
শীতল হাওয়া বইছে যেন তোমায় দেখে
আমি যাচ্ছি ডুবে ঘোরে
কোন রূপকথার দেশে
আর আঁকছি তোমায় মনেরই canvas-এ
কোন মায়া, কোন সুরে বেঁধেছ আমাকে?
ছেড়ে যাবে না কখনও
তোমারই চোখেতে পৃথিবী খুঁজে পাই
হারিয়ে যায় তোমাতেই যেন
তোমার চোখের কাজল রেখা
আমায় খুঁজে পাওয়া
সেইদিন থেকে তোমায় ঘিরে
সবটুকু আমার চাওয়া
তুমি দুর থেকে কেন হাসো?
আড়াল থেকে আমায় কাছে ডাকো?
কিছু মেঘ অগোচরে
ঠিক বৃষ্টি নামার পরে
শীতল হাওয়া বইছে যেন তোমায় দেখে
আমি যাচ্ছি ডুবে ঘোরে
কোনো রূপকথার দেশে
আর আঁকছি তোমায় মনেরই canvas-এ
Written by: Piran Khan, Tanjib Sourav