크레딧

실연 아티스트
Somlata Acharyya Chowdhury
Somlata Acharyya Chowdhury
실연자
Upal
Upal
실연자
Somlata
Somlata
실연자
Upal Sengupta
Upal Sengupta
실연자
Joy Sarkar
Joy Sarkar
어쿠스틱 기타
작곡 및 작사
Nabani Das Khyapa Baul
Nabani Das Khyapa Baul
작사가 겸 작곡가
Chandrabindoo
Chandrabindoo
작사가 겸 작곡가
프로덕션 및 엔지니어링
Joy Sarkar
Joy Sarkar
프로듀서
Goutam Basu
Goutam Basu
녹음 엔지니어

가사

আমার ভিনদেশি তারা
একা রাতেরই আকাশে
তুমি বাজালে একতারা
আমার চিলেকোঠার পাশে
ঠিক সন্ধ্যে নামার মুখে
তোমার নাম ধরে কেউ ডাকে
মুখ লুকিয়ে কার বুকে
তোমার গল্প বলো কাকে?
আমার রাতজাগা তারা
তোমার অন্য পাড়ায় বাড়ি
আমার ভয় পাওয়া চেহারা
আমি আদতে আনাড়ি
আমার আকাশ দেখা ঘুড়ি
কিছু মিথ্যে বাহাদুরি
আমার চোখ বেঁধে দাও আলো
দাও শান্ত শীতল পাটি
তুমি মায়ের মতোই ভালো
আমি একলাটি পথ হাঁটি
তারে ধরি ধরি মনে করি
ধরতে গেলেম, আর পেলেম না
ধরি ধরি মনে করি
ধরতে গেলেম, আর পেলেম না
দেখেছি
দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা
দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা
সে মানুষ চেয়ে চেয়ে ফিরিতেছি পাগল হয়ে
সে মানুষ চেয়ে চেয়ে ফিরিতেছি পাগল হয়ে
মরমে জ্বলছে আগুন, আর নিভে না
আমায় বলে বলুক লোকে মন্দ
বিরহে তার প্রাণ বাঁচে না
বলে বলুক লোকে মন্দ
বিরহে তার প্রাণ বাঁচে না
দেখেছি
দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা (আমার ভিনদেশি তারা)
দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা (আমার রাতজাগা তারা)
দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা (আমার বিচ্ছিরি এক তারা)
দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা (আমার রাতজাগা তারা)
দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা (আমার ভিনদেশি তারা)
Written by: Chandrabindoo, Nabani Das Khyapa Baul
instagramSharePathic_arrow_out

Loading...